E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে সরকারী আদেশ অমান্য করায় ৩ জনকে অর্থদণ্ড

২০২০ মার্চ ২৮ ১৮:৩১:৩৮
সান্তাহারে সরকারী আদেশ অমান্য করায় ৩ জনকে অর্থদণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারী আদেশ অমান্য করায় দুই মোটরসাইকেল আরোহী ও এক পেঁয়াজ মজুদ করায় বিক্রতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১২শ টাকা অর্থদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও মাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ। 

শনিবার সকাল ১১ টায় সান্তাহার পৌর শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা দায়ে দুই মোটরসাইকেল আরোহীকে ৫শ টাকা করে ১ হাজার ও বাজারে পেঁয়াজ মজুদ করায় বিক্রেতাকে ২শ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও মাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ জানায়, কারণ ব্যতীত বাড়ি থেকে বাহির না হওয়ার জন্য জানান তিনি। সবাই সুষ্ঠুভাবে সকল দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে।

(এস/এসপি/মার্চ ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test