E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে ফসলী জমির উপর গড়ে উঠেছে ইটভাটা

২০২০ এপ্রিল ০৫ ১৮:৩৬:১৭
কালিয়াকৈরে ফসলী জমির উপর গড়ে উঠেছে ইটভাটা

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : কালিয়াকৈর উপজেলার সেওড়াতলী এলাকায় ফসলী জমির উপর গড়ে উঠেছে বেশ কিছু ইটভাটা। করোনা ভাইরাস আতঙ্কে সবাই যখন চিন্তিত তখনও পরিবেশ দূষিত করে চলছে এই ভাটাগুলো। 

ইট ভাটার কালো ধোয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সরেজমিনে গিয়ে সেওড়াতলী চকে অবস্থিত সততা ব্রিকফিল্ড গিয়ে দেখাযায় সেখানে কয়লা দিয়ে ইট পোড়ানো অব্যাহত রয়েছে। শ্রমিকদের করোনা ভাইরাসের কথা বলা হলে তারা বলে তাদের কিছু হবেনা।

এদিকে সবাই যখন ঘরে থাকছে তখন কিভাবে এত শ্রমিক একসাথে কাজ করছে সেটা বোধগম্য নয়।

এ ব্যাপারে কথা বলতে গিয়ে সেওড়াতলী গ্রামের এক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন যে, আগে আমরা এই চকে শাক সবজি বুনতাম তয় এহন সবজিতো দুরে থাক ধানও ঠিকমত চাষ করা যায়না এই ইটভাটা গুলোর কারনে। এ বিষয়েে সরকারকে উদ্যোগ নিতে বলেন তিনি।

(এস/এসপি/এপ্রিল ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test