E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার সীমান্তে বিএসএফের মারপিটে ৪ গরু ব্যবসায়ি আহত

২০১৪ আগস্ট ১০ ১৪:৪৬:৩৯
সাপাহার সীমান্তে বিএসএফের মারপিটে ৪ গরু ব্যবসায়ি আহত

নওগাঁ প্রতিনিধি : রবিবার ভোরে নওগাঁর সাপাহার সীমান্তে পৃথক ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ছোড়া ককটেল ও মারপিটে বাংলাদেশী ৪ গরু ব্যবসায়ি আহত হয়েছে। উপজেলার কলমুডাঙ্গা ও হাপানিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন ভোরে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭নং মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশী একদল গরু ব্যবসায়ি চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আদাডাঙ্গা বিএসএফ জোয়ানদের নজরে পড়ে। এসময় তারা ওই গরু ব্যবসায়িদের লক্ষ করে পর পর কয়েকটি ককটেল ছুড়ে মারে। এসময় বিএসএফের ছোড়া ককটেলে কলমুডাঙ্গা গ্রামের মৃত ইসমাইলের পুত্র মফিজুল (৪০) ও তার ছেলে সারিফুল (১৮) গুরুতর আহত হয়। অপর দিকে একই দিনে প্রায় একই সময় উপজেলার হাপানিয়া সীমান্তে অপর একদল গরু ব্যাবসায়ি ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে একটি ব্রীজের নিচ দিয়ে আসার সময় ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানদের হাতে হাপানিয়া বেলডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর পুত্র আব্বাস আলী (৩৮) ও হাপানিয়া গ্রামের মৃত দিনুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (২৫) ধরা পড়লে তারা তাদেরকে হাসুয়া দিয়ে কুপিয়ে মারতœক জখম ও লাঠি দিয়ে মেরে হাত ভেঙ্গে দেয়। বর্তমানে ককটেলের আঘাতে আহত মফিজুল ও শরিফুল রাজশাহীতে চিকিৎসাধীন এবং মারপিটে আহত আমিনুল ও আব্বাস আলী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ বিষয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার কথা স্বীকার করে বলেন, ওই এলাকা দিয়ে প্রায় ৭০ টি গরু-মহিষ দেশে প্রবেশ করেছে। এছাড়া হাপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোশাররফ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, মানুষের মুখে এধরনের কথা শুনেছেন। তবে ওই এলাকা দিয়ে ওই রাতে ৯১ পিস গরু-মহিষ চোরাইপথে এসেছে বলে একাধিক গরু ব্যবসায়িরা জানিয়েছেন।
(বিএম/এএস/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test