E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরে একজনের মুত্যু

২০২০ এপ্রিল ১৪ ১৬:২৫:৩০
করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরে একজনের মুত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনাভাইরাস উপসর্গ নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ মঙ্গলবার ভোরে আজিজার (৩৫) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। এনিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনে ব্যাপক তোলাপাড় চলছে। তাৎক্ষনিকভাবে বিরামপুরের ভারতীয় সীমাস্তবর্তী কাটলায় শৌলান গ্রামটি লকডাউল করে দিয়েছে,স্থানীয় প্রশাসন। 

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানিয়েছেন, মূলতঃ আজিজার রহমান যক্ষায় উপসর্গ নিয়ে কয়েকদিন আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার জ¦র,কাশি ও শ^াসকষ্ট দেখা দিলে করোনার লক্ষণ অনুমান করে পরে কর্তব্যরত চিকিসকরা তাকে গতকাল সোমবার আইসোলেশন ইউনিটে ভর্তি করতে চায়। কিন্তু তার আগেই আজিজার কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

আজ সকালে আজিজারের মৃত্যু সংবাদ জানতে পারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মৃত আজিজার রহমানের শরীওে করোনাভাইরাসের উপস্থিতি আছে,কি না তা পরীক্ষার জন্য তার শরীরের নমুনা নিয়ে ইতোমধ্যে আইইডিসিআরে পাছানো হয়েছে।

এছাড়াও করোনাভাইরাসের উপস্থিতি আছে,কি না তা পরীক্ষার জন্য জেলার ১২৩জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইপিসিআরে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৬৯ জনের নেকেটিভ রিপোর্ট এসেছে। জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৬৭ জনসহ এখন দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন, ৭৯৯জন। আর এ পর্যন্ত হোম কোয়ারেন্টিন থেকে ৭৯৩ জন এবং আইসোলেশন থেকে ৪জন অব্যাহতি পেয়েছেন।

করোনাভাইরাসের সংক্রামন ঝুকি এড়াতে সরকারিভাবে লকডাউন ঘোষণা করা না হলোও কার্যতঃ দিনাজপুর অবরুদ্ধ হয়ে পড়েছে।গণবিজ্ঞপ্তি’র মাধ্যমে দিনাজপুর জেলা প্রশাসান যান চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করেছেন। সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান-পাট,সাপ্তাহিক হাট বন্ধ এবং শুধু কাঁচাবাজার ও মুদিও দোকান দুপুর একটা পর্যন্ত খোলা থাকার নিদের্শ জারি হয়েছে। কিন্তু, অনেকে মানছেনা ওই বিধি নিষেধ।অবাধে রাস্তায় চলাচল, পাড়া-মহল্লায় আড্ডাবাজী চলছে। চলছে, যানবাহন। সামাজিক দূরত্ব মানছেনা অনেকেই।

এদিকে কোভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পলিমার চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন করা হয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আনুষ্ঠানিকভাবে ওই পিসিআর মেশিনটি হস্তান্তর করেন।

হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনটি পরীক্ষা কার্যক্রম এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন,মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকার। এই মেশিনে পরীক্ষার কার্যক্রম শুরু হতে আরো ১০ থেকে ১৫ দিন সময় লাগওে বলে তিনি জানিয়েছেন।

(এস/এসপি/এপ্রিল ১৪, ২০২০)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test