E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাদ্যের দাবিতে রংপুরে এরশাদ পুত্র সাদ’র পল্লী নিবাস ঘেরাও

২০২০ এপ্রিল ১৬ ২৩:২৮:১৮
খাদ্যের দাবিতে রংপুরে এরশাদ পুত্র সাদ’র পল্লী নিবাস ঘেরাও

মানিক সরকার মানিক, রংপুর : খাদ্যের দাবিতে রংপুর ৩ আসনের এমপি প্রয়াত জাপা চেয়ারম্যানের ছেলে সাদ এরশাদের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস বৃহস্পতিবার ঘেরাও করে বিক্ষোভ করেছে শতশত মানুষ।  এ সময় তারা ঢাকা- দিনাজপুর মহাসড়ক কয়েক ঘন্টার জন্য অবরোধ করে বিক্ষোভ করে। 

বিক্ষোভকারীদের অভিযোগ, জাপা চেয়ারম্যান এইচ.এ, এরশাদ জীবিত থাকলে তিনি এই এলাকার গরীব সহায় সম্বলহীনদু:স্থ মানুষহ রংপুরের সকল স্তরের মানুষের পাশে থেকে সাহায্য করতেন। অথচ তার ছেলে সাদ এরশাদ আমাদের ভোটে নির্বাচিত হলেও এখানকার সকল স্তরের মানুষের খোঁজ খবর নেন না।। দুঃসময়ে পাশে দাড়াঁনোতো দুরের কথা, রংপুরে একবার এসে খোজঁও নেন না। মাঝখানে প্রথম দিকে করোনা ভাইরাস দেখা দিলে একবার তার দলীয় কিছু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবার পর আর কোন খবর নেই। জেলা. পুলিশ.বিভিন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রাখা হলেও তার কোন খবর নাই।

তারা অভিযোগ করে বলেন, আমরা খাবার অভাবে অনাহারে মরে যাচ্ছি, আর উনি ঢাকার এসি রুমে বসে আসেশী জীবন যাপন করছেন। ভোটের সময় অনেক বড় বড় কথা বললেও এই দু:সময়ে তিনি কোথায় ? ব্যক্তিগত বরাদ্দ তো দূরের কথা. এমপির বরাদ্দ থেকেও তো তিনি বরাদ্দ দিতে পারেন।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এ ধরণের এমপি আমরা চাই না। সেখানে তারা ঘোষণা করেন, অবিলম্বে তাদের বেঁচে থাকার জন্য ন্যুনতম খাবার ব্যবস্থা করা না হলে তারা ওইরএমপির বাড়ি লাগাতার ঘেরাও করে রাখবে।

(এমএস/এসপি/এপ্রিল ১৬, ২০২০)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test