E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা নিহত

২০২০ এপ্রিল ২০ ১৮:১৩:৫৫
ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা নিহত

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুুর : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বজ্রপাতে পল্লী বিদ্যুত সমিতির দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে পূর্ব ডামুড্যা ইউনিয়নের জোয়ালু গ্রামে জরুরী কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।

তারা হচ্ছেন ডামুড্যা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মো: সাইফুল হক খান এবং সহকারী জুনিয়র প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান।

মৃত সাইফুল হক খানের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং মোস্তাফিজুর রহমানের বাড়ি যশোর জেলায়।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, প্রতিদিনকার মত বিদ্যুতের মেরামত কাজের পরিদর্শনে ডামুড্যা উপজেলা পূর্ব ডামুড্যা ইউনিয়নের জল গ্রামে যান ওই দুই কর্মকর্তা।

কাজ শেষে অফিসে ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছিলেন। ওই স্থানে বজ্রপাতের শিকার হন তারা। স্থানীয় ও পল্লী বিদ্যুতের অন্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা।

ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. মোস্তফা খোকন জানান, পল্লীবিদ্যুতের ওই দুই কর্মকর্তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়। তারা বজ্রপাতে মারা গেছেন। দুই জনের অস্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট দেয়া হয়েছে। পুলিশের মাধ্যমে মৃতদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোঃ জুলফিকার রহমান জানান, ওই এলাকায় বিদ্যুতের লাইনে সমস্যা ছিল সেই কাজ তদারকিতেই ওই দুই কর্মকর্তা গিয়েছিলেন। কাজ শেষে তারা অফিসে ফেরার পথে আবহাওয়া খারাপ থাকায় একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয় এবং সেখানেই ওই দুই কর্মকর্তা বজ্রপাতে শিকার হয়েছেন। বিষয়টি তাদের স্বজনদের জানানো হয়েছে।

(কেএনআই/এসপি/এপ্রিল ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test