E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নৌকাসহ জাল-জাটকা জব্দ

রায়পুরে ৯ জেলের জেল-জরিমানা

২০২০ এপ্রিল ২০ ১৮:৩৪:০১
রায়পুরে ৯ জেলের জেল-জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা আদায় করা হয়েছে। এসময় তাঁদের কাজ থেকে একটি নৌকাসহ ১’শ ২০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী জেলেদের এ জেল ও জরিমানা করেন। এদিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক শিশু জেলেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- দাদন গাজী, শহিদ মানদে, মিজান মাঝি, মো. হোসেন, মো. শাহাদাত হোসেন, মো. শাহআলম সর্দার, রহমত আলী, ইউসুফ আলী ও রাজিব সর্দার। এরা সবাই রায়পুর, হাইমচর ও হিজলা উপজেলার বাসিন্দা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ১টি নৌকা, ১’শ ২০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল। পরে নদীর পাড়ে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৬ জেলেকে এক বছর করে কারাদ- ও ৩ জেলে তিন হাজার টাকা জরিমানা এবং এক বছর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় মেঘনা নদীতে সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। কিন্তু জেলেরা প্রতিদিনই মাছ শিকার করছে। উপজেলা মৎস্য বিভাগ দায়সারাভাবে অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। অভিযানে আটক জেলেদের জেল-জরিমানা করা হয়। আর জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে জাটকাগুলো স্থানীয় অতিমখানায় বিতরণ করা হয়।

(এস/এসপি/এপ্রিল ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test