E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ৩ জন আক্রান্ত, মোট আক্রান্ত ৫৮

২০২০ এপ্রিল ২৩ ১৮:১৪:১১
২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ৩ জন আক্রান্ত, মোট আক্রান্ত ৫৮

রংপুর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে মোট ১৮৫৩ জন সন্দেহভাজন রোগির দেহের নমুনা পরীক্ষা করে মোট ৫৮ জনের আক্রান্তের খবর নিশ্চিত করেছেন বিভাগীয় রোগ তত্ত্ব ও প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু। বিভাগের এই ৫৮ জনের মধ্যে শুধুমাত্র রংপুর জেলারই রয়েছে ১০জন।

এর মধ্যে রংপুর মহানগরীরই ৩জন থাকায় নগরবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। এদিকে বুধবার সোনালী ব্যাংক, মহিলা শাখার (মিঠু হোটেলের গলি) ৭ কর্মকর্তা-কর্মচারির স্বর্দি কাশি জ্বর দেখা দেয়ায় দুপুরে তাদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার তাদের ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই তাদের কাজকর্ম বন্ধ করে দিযে ব্যাংকটিকে লক ডাউন ঘোষণা করেছেন। অন্যদিকে শহরে ৩জনের দেহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ক্রমেই গুজবের ডালপালা বিস্তার লাভ করছে।

(এমএস/এসপি/এপ্রিল ২৩, ২০২০)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test