E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটককৃত ইউপি সদস্যকে গণধোলাই, পরে মুক্তি

২০২০ এপ্রিল ২৩ ২৩:১৫:২১
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটককৃত ইউপি সদস্যকে গণধোলাই, পরে মুক্তি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে আটক হয়ে গণধোলাই এর শিকার হয়েছেন এক ইউপি সদস্য। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারালী ইউপি’র ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, ইউপি সদস্য কবির হোসেন, শহীদুল ইসলামসহ কয়েকজন জানান, তাদের গ্রামের আজগার আলী দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন। স্ত্রী নীলুফার বেগম সাত বছরের এক কণ্যা সন্তানকে নিয়ে বাড়িতেই অবস্থান করেন। সম্প্রতি তারালী ইউপি সদস্য ও তারালী গ্রামের আব্দুল আজিজের ছেলে সামছুজ্জামানের সঙ্গে নীলুফা’র অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সামছুজ্জামান ওই বাড়িতে মাঝে মধ্যেই রাতে যাতায়াত করতো।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সামছুজ্জামান সন্তর্পনে নীলুফা’র ঘওে ঢুকে পড়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে আগে থেকে ওঁৎ পেতে থাকা গ্রামবাসি মেম্বর ও ওই নারীকে ধরে গণধোলাই দেয়। কেড়ে নেওয়া হয় তার মুঠো ফোন । এ সময় সামছুজ্জামানের পক্ষের লোকজন খবর পেয়ে স্থানীয় কয়েকজন ও পুলিশকে ম্যানেজ করে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য সামছুজ্জামানের ০১৭৪৭-৪১৯৭৯২ নম্বর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

তারালী ইউপি চেয়ারম্যান ও কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট বলেন, বিষয়টি তিনি শুনেছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক গোবিন্দ আকর্ষণ বলেন, তিণি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যেয়ে বেশ কয়েকজন লোককে নলিুফার বাড়িতে দেখেছেন। ততক্ষণে ওই মেম্বরকে একটি মহল ছাড়িয়ে নিয়ে গেছে।

(আরকে/এসপি/এপ্রিল ২৩, ২০২০)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test