E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে এনে পিটিয়ে হত্যা, আটক ৩

২০২০ এপ্রিল ২৩ ২৩:২২:১৫
মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে এনে পিটিয়ে হত্যা, আটক ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মেয়েকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমিককে বাড়িতে ডেকে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহতের নাম জনি। সে কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের শেখ বজলুর রহমানের ছেলে।

আটককৃতরা হলেন, পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন, বজলুর রহমানের বাবা রিয়াজউদ্দিন ও একই গ্রামের রহিম বক্স দফাদারের ছেলে ইউপি সদস্য আব্দুল জলিল।

নিহতের স্বজনরা জানান, কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের আদম ব্যাপারী নামে পরিচিত কামরুল ইসলামের দশম শ্রেনীতে পড়ুয়া মেয়ে ময়না খাতুনের (১৬) সাথে একই গ্রামের বজলু রহমান শেখের ছেলে জনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে বুধবার গভীর রাতে মেয়েটির সাথে ওই ছেলেটি মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় মেয়েটির পিতা কামরুল পাশের ঘর থেকে বিষয়টি বুঝতে পারে।

এ সময় মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলে প্রথমে সে সম্পর্কের কথা অস্বীকার করে। জিজ্ঞাসাবদের একপর্যায়ে জনি তাকে বারবার বিরক্ত করে বলে বাবাকে জানায় মেয়েটি। রাত ১২টার দিকে মেয়েটির বাবা বিষয়টি পরিবারের সকল সদস্যদের জানান। সকলের সিদ্ধান্তক্রমে মেয়েকে দিয়ে রাত ১২টার দিকে জনিকে তাদের বাড়িতে ডেকে আনা হয়।

পরে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে স্বজনরা জনিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বৃহষ্পতিবার দুপুরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জনি মারা যায়।

এ বিষয়ে মেয়েটির পিতা কামরুল ইসলামের সাথে ০১৭১১-৩৭৯৪৯৩ নম্বর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করে বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর-উল-গীয়াস জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়।। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার রাত ৮টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

(আরকে/এসপি/এপ্রিল ২৩, ২০২০)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test