E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাওয়ায় লঞ্চ ডুবি

উদ্ধার কাজে বিভিন্ন সংস্থাকে প্রত্যাহার করায় স্বজনদের ক্ষোভ

২০১৪ আগস্ট ১০ ১৮:১২:৫৮
উদ্ধার কাজে বিভিন্ন সংস্থাকে প্রত্যাহার করায় স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি : মাওয়ায় লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কাজে সহযোগী বিভিন্ন সংস্থাকে প্রত্যাহার করায় নিখোজদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্বজনরা উদ্ধার অভিযান আরো বাড়ানোর দাবি করেছেন। 

এদিকে শিবচরের পাচ্চর তথ্য কেন্দ্রে রক্ষিত আরো ২টি অজ্ঞাত মৃতদেহ রবিবার মাদারীপুরের শিবচর পৌর কবরাস্থানে বাদ আসর দাফন করা হয়। এর আগে হতভাগ্য ১২ যাত্রীকে শুক্রবার ও ৩ যাত্রীকে শনিবার পরিচয়হীনভাবে শিবচর পৌর কবরাস্থানে দাফন করা হয়। এদিকে শিবচর তথ্য কেন্দ্রে নিখোজ স্বজনদের ভীড় বেড়েই চলেছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এ পর্যন্ত পাচ্চর তথ্য কেন্দ্রে মোট ৪৩ টি মৃতদেহ এসেছে। এর মধ্যে শনিবার সকাল পর্যন্ত ২৬ টি লাশ সনাক্তের পর স্বজনদের দেয়া হয়েছে। রবিবার বাদ আসর আরো ২ টি অজ্ঞাত লাশ দাফন করা হয়। এদিকে পাচ্চরে আশ্রয় নেয়া স্বজনদের পাশে খাবার দ্রব্য নিয়ে স্থানীয়রা এগিয়ে এসেছেন।
(এএসএ/এএস/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test