E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ত্রাণ নিয়ে কোন দুর্ণীতি অনিয়মসহ্য করা হবে না’

২০২০ এপ্রিল ২৯ ১৮:১৬:৩৯
‘ত্রাণ নিয়ে কোন দুর্ণীতি অনিয়মসহ্য করা হবে না’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

দিনাজপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে আজ বুধবার দুপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ছাড়াও দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, বিজয় কুমার দাস অন্যরা উপস্থিত ছিলেন।

এর সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রান কার্যকম অব্যাহত রেখেছেন।মানুষকে ধৈর্যশীল হয়ে ও সচেতন হয়ে করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। ত্রাণ নিয়ে কোন দুর্ণীতি অনিয়ম সহ্য করা হবে না। ত্রানের নামে যেই হোক কারও দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি জনগনকে ধৈর্য্যশীল হওয়ার আহবান জানান জানিয়ে বলে, বিএনপি-জামাতের ত্রান নিয়ে উস্কানিমুলক বক্তব্য পরিহার করে জনগনের পাশে এসে দাড়ানো আহবান জানান হুইপ ইকবালুর রহিম এমপি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষকে ত্রান সহযোগিতার কথা বলেছেন।

(এস/এসপি/এপ্রিল ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test