E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার

২০১৪ আগস্ট ১১ ১৬:৪৩:১৪
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এই সব অভিযানে কেউ আটক হয়নি।


চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটিলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান আজ সোমবার ব্যাটেলিয়ন সদর দপ্তরে সকাল সাড়ে ১১ টার দিকে প্রেস ব্রিফিংয়ে জানান, চোরাকারবারী ভারত থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র মনাকষা সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াই টার দিকে মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তের পারচৌকা এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এই সময় ভারত থেকে দুই জন লোক ওই পথ দিয়ে ২ টি ব্যাগ নিয়ে আসতে থাকে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে ১টি পিস্তুল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা। অপর ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য সীমান্ত এলাকায় ২ টি টহল দল ব্যাপক তল্লাসী অভিযান শুরু করে। সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে আজমতপুর সীমান্ত এলাকার বাগিচা পাড়া গ্রামের একটি বাড়ির পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি পিস্তুল, ১ টি রিভালবার ও ৩ রাউন্ড গুলি এবং ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এছাড়াও বিজিবি অপর তিনটি টহল দল রবিবার রাতে সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০৯ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ।
(এআরএন/এএস/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test