E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ডাক্তার ও নার্সসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

২০২০ মে ১৮ ১৫:২০:৩১
রায়পুরে ডাক্তার ও নার্সসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালের ৪ জন ডাক্তার ও ২ জন স্বাস্থ্যকর্মী ও এক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন। অন্য জন আগের করোনায় আক্রান্তের সংস্পর্শে এসে শনাক্ত হয়েছেন।

আজ সোমবার (১৮ মে) সকালে নতুন করে আটজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।

তিনি জানান, শনাক্ত হওয়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে কোয়ারেন্টিনে ও আইসোলেনে থাকতে বলা হয়েছে। এদের সংস্পর্শে আসা আরও কিছু লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আক্তান্তের সংখ্যা দিনদিনই বাড়ছে। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্তান্ত মোট ৩১ জনের মধ্যে ৯ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।

এতে সুশীল সমাজের দাবি, আক্রান্তের সংখ্যা বাড়ায় রায়পুরকে ঝুঁকিপূর্ণ ও হটস্পষ্ট হিসেবে চিহ্নিত মনে হচ্ছে।

লকডাউন শিথিল থাকার সুযোগে বাজারে উপচে পড়া ভিড়ের কারণে এ অবস্থার সৃষ্টি হয়। প্রশাসন আরও কঠোর না হলে মানুষকে বাইরে বের হওয়া থেকে আটকানো যাবে না। সংক্রমণ ঠেকাতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও মনে করেন তারা।

(এস/এসপি/মে ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test