E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল জমজ ২ বোন!

২০১৪ আগস্ট ১১ ১৭:৩৫:৫২
নওগাঁয় বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল জমজ ২ বোন!

নওগাঁ প্রতিনিধি : সোমাবার দুপুরে নওগাঁর সাপাহারে ইউএনও’র হস্তক্ষেপে এবার বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল মোসাঃ এরিনা খাতুন(১৪) ও সেরিনা খাতুন(১৪) নামে জমজ ২ বোন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান ও থানার এসআই মনিরুল ইসলাম এ দু’টি বাল্য বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, সাপাহার উপজেলার খনঞ্জনপুর কাশিতাড়া গ্রামের হাসান আলী তার ৭ম শ্রেণীতে পড়–য়া জমজ ২কন্যা মোসাঃ এরিনা খাতুন ও সেরিনা খাতুনের উপজেলার পাতাড়ী ও গোয়ালা গ্রামে বিয়ে ঠিক করে। সেই মোতাবেক সোমবার দুপুরে দু’পক্ষেরই বরযাত্রীরা এসে উপস্থিত হয় বিয়ে বাড়িতে। শুরু হয় খাওয়া-দাওয়া ও বিয়ে পড়ানোর প্রস্তুতি।

এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশকে পাঠিয়ে দেন ওই বিয়ে বাড়িতে। তৎক্ষনাত তারা সেখানে উপস্থিত হয়ে বন্ধ করে দেন বিয়েব সকল প্রকার কার্যক্রম। বরযাত্রীদের পাঠিয়ে দেন নিজ নিজ বাড়িতে। গ্রামের শত শত মানুষের উপস্থিতিতে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ১৮বছরের পূর্বে জমজ দু’বোনকে বিয়ে না দেয়ার অঙ্গিকার করান মেয়েদের বাবাকে। এই বাল্য বিয়ে বন্ধ হওয়ায় মনের আনন্দে স্কুল জীবনে ফিরে যায় জমজ দু’বোন এরিনা ও সেরিনা। উল্লেখ্য গত ৪আগষ্ট উপজেলার শীতলডাঙ্গা ফকির পাড়া গ্রামে ৫ম শ্রেণী পড়–য়া বেবী খাতুনের বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার।

(বিএম/এটিআর/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test