E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে প্রথম সচিব হলেন কেএম আব্দুস সালাম

২০২০ মে ১৮ ১৬:৫৭:০৬
তাড়াশে প্রথম সচিব হলেন কেএম আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের অজোপাড়া গ্রামের সন্তান প্রথম সচিব হলেন কে. এম. আব্দুস সালাম। সচিব হওয়ার খবরটি প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ও এলাকাবাসীর মুখে মুখে খুশির বন্যা বয়ে যাচ্ছে।

রবিবার (১৭ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি।

কে. এম. আব্দুস সালাম উপজেলার বারুহাস ইউনিয়নের লাংঙ্গলমারা তেতুলিয়া গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে।
১৯৮৯ সালে অ্যাডমিন ক্যাডারের সদস্য হিসাবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন তিনি।

এরপর সহকারী কমিশনার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, ইউএনও, এডিসি, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোতে পরিচালক (যুগ্ম সচিব), টেকসই এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ (ঝজঊউঅ), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রলয়ের সদস্য (অতিরিক্ত সচিব), নাগরিক বিমান ও পর্যটন মন্ত্রলয়ের আওতায় সোনারগাঁও হোটেল-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি ২০১৮ সালের ১৮ই জানুয়ারি প্রধানমন্ত্রীর অধীনে এনজিও বিষয়ক ব্যুরোতে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) যোগদান করেন এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

(এমএস/এসপি/মে ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test