E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় এক দিনে আক্রান্ত ২৪ জন হোম কোয়ারেন্টাইনে, ৭৪টি বাড়ি লক ডাউন 

২০২০ মে ১৮ ১৭:৫০:১৮
সাতক্ষীরায় এক দিনে আক্রান্ত ২৪ জন হোম কোয়ারেন্টাইনে, ৭৪টি বাড়ি লক ডাউন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় এক দিনে করোনা পজেটিভ হওয়া ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সময় লক ডাউন করা হয়েছে ওই সব পরিবারসহ ৭৪টি বাড়ি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে সূত্রে জানা গেছে রোববার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে দেবহাটা উপজেলার ২৩টি ও আশাশুনি উপজেলার একটি করোনা পজেটিভ আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগ, পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনীর সহায়তায় রবিবার গভীর রাতে ওইসব ব্যক্তিদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। একইসাথে ওইসব করোনা আক্রান্ত ব্যক্তিরা যে সব বাড়িতে যাতায়াত করেছেন এমন ৭২টি বাড়িতে লাল পাতাক তুলে লক ডাউন করা হয়েছে।

এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ জন। এর মধ্যে একজন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৬২৩টি। এ পর্যন্ত ৩৮৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৬৫ জন নেগেটিভ।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, করোনা পজেটিভ আসা ২৩ জনকে রোববার রাতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওইসব বাড়িসহ ৭০টি বাড়ি লক ডাউন করা হয়ে।

দেবহাটা থানার উপপরিদর্শক হাসানুজ্জামান জানান, করোনা পজেটিভ আসা এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই বাড়ি সহ চারটি বাড়ি লাল পতাকা তুলে লক ডাউন করা হয়েছে।

(আরকে/এসপি/মে ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test