E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘূর্ণিঝড় আম্ফান : উদ্ধার কাজে বাধা দেওয়ায় সাতক্ষীরায় আ. লীগ নেতা লেনিন আটক

২০২০ মে ১৯ ১৮:৪০:০২
ঘূর্ণিঝড় আম্ফান : উদ্ধার কাজে বাধা দেওয়ায় সাতক্ষীরায় আ. লীগ নেতা লেনিন আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানে ঝুঁকির মধ্যে থাকা গ্রামবাসীকে উদ্ধার কাজে বাধা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আজম লেনিনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে তিনি উদ্ধার কাজে বাধা দেওয়া ছাড়াও দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও পুলিশ অফিসারদের হুমকি দেন। এমনকি একজন পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে লেনিনকে আটক করা হয় বলে স্বীকার করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের এএসপি জামিরুল ইসলাম।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, শফিউল আজম লেনিন ঝুঁকির মধ্যে থাকা গাবুরার জনগণকে উদ্ধারে বাধা দিয়ে আসছিলেন। এভাবে বাধা না দিতে তাকে জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ সভাপতি এবং তিনি নিজেও অনুরোধ জানিয়ে ব্যর্থ হন। এরপরও তিনি আজ পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন এবং একজন পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটান । এর পরই তাকে আটক করা হয়।

(আরকে/এসপি/মে ১৯, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test