E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রা্প্ত মহিলা কর্মকর্তা খুন

২০২০ মে ১৯ ২৩:৪১:৩৩
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রা্প্ত মহিলা কর্মকর্তা খুন

স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে মিনু বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিনু জেলা প্রশাসকের কার্যালয়ে অডিট অফিসার হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার স্বামী অনেক আগে মারা গেছেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন পার্শ্ববর্তী এলাকায়। মেয়ের বিয়ের পর থেকেই ওই বাড়িতে দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন মিনু। মঙ্গলবার সকালে প্রতিদিনের মত গৃহপরিচারিকা বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় ভেতরে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এসময় প্রতিবেশীরা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকাকে থানায় নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যার পর পালিয়ে যায়। বাড়ির স্টিলের আলমারি ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর টাকা পয়সা লুট করেছে দুর্বৃত্তরা। ওই বৃদ্ধার পিঠে জঘমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ।

(টিজি/এসপি/মে ১৯, ২০২০)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test