E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুলনায় সন্ত্রাসী ট্যারা মোস্তকে কুপিয়েছে দুর্বৃত্তরা

২০১৪ আগস্ট ১২ ০৯:৩৮:২৪
খুলনায় সন্ত্রাসী ট্যারা মোস্তকে কুপিয়েছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি : খুলনার আলোচিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টায় নগরীর লবণচরা বান্দাবাজারে ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটেছে।

মোস্তর বিরুদ্ধে নগরীর সদর থানা, রূপসা থানা, সোনাডাঙ্গা থানাসহ জেলা বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা ও ২০টির বেশি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন।

খুমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, গোলাম মোস্তফার মাথা, ঘাড়ে, পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছিল। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে লবণচরা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লবণচরা বান্দাবাজারে নিজ অফিসে বসে ছিল মোস্তসহ কয়েকজন। রাত সাড়ে ১০টার দিকে তিনি ছাড়া অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না।

এ সময় দুর্বৃত্তরা ট্যারা মোস্তর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করে। মোস্তকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা ও পুলিশ এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে।

ট্যারা মোস্ত নগরীর লবণচরা এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

(ওএস/এইচআর/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test