E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় ফের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৭ কিশোর গ্রেফতার

২০২০ মে ২৭ ১৯:২৪:৩৮
বরগুনায় ফের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৭ কিশোর গ্রেফতার

অমল তালুকদার : যত দিন যাচ্ছে যেনো ততই বরগুনার পরিবেশ অশান্ত হয়ে উঠছে। প্রায় এক বছর আগের আলোচিত ও চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার বিচার শেষ হতে না হতে আবারও হৃদয় নামের আর এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আবারো সক্রিয় হয়ে উঠেছে বরগুনার পাড়া-মহল্লার অপরাধী কিশোর গ্যাং।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটের সামনে দিনের আলোতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফ নামের এক শিক্ষার্থীকে। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় ১বছরের ব্যাবধানে ঈদের দিন প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো দিনমজুর পিতার সন্তান হৃদয়(১৬)কে। ২৫ মে হৃদয় হত্যা ঘটনায় গ্রেফতারকৃত ৭ জনই কিশোর।

হৃদয় হত্যা ঘটনার পর মঙ্গলবার রাত ১১ টায় হঠাৎ করে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নদীর পাড়ে ঘুড়তে গিয়ে নোমান কাজী (১৮) ও নয়ন (১৭) তাদের সঙ্গীয় বন্ধুদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় হৃদয় আহত হয়। পরে বরিশালে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়।

হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, নোমান (১৮), হেলাল মৃধা, রানা(১৭), ইমন (১৮) সাগর (১৬) হেলাল-২ ও শফিকুল ইসলাম।
এদিকে ময়না তদন্ত শেষে হৃদয়ের মৃতদেহ আজ বরগুনায় গ্রামের বাড়ি বড় লবনগোলা গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রিদয়ের বাবা দেলোয়ার হোসেন। এসময় সেখানে স্বজনের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

(এটি/এসপি/মে ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test