E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে ২৩ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৪৭৯, মৃত্যু ১০

২০২০ মে ২৯ ১৮:৪৮:২৩
নোয়াখালীতে ২৩ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৪৭৯, মৃত্যু ১০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭৯ জন। এ ছাড়া ওকরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন, জেলা সিভিল সার্জন ডা.মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ২৬ ও ২৭ শে মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ২৮ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৪০৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৩৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

নোয়াখালীতে দিনদিন করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে।

(এস/এসপি/মে ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test