E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে এক অজগর সাপ আটক

২০১৪ আগস্ট ১২ ১৪:৪৪:০৭
ধামইরহাটে এক অজগর সাপ আটক

নওগাঁ প্রতিনিধি : সোমবার দিনগত রাত অনুমান ৩ টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা গ্রামে একটি অজগর সাপ আটক করেছে গ্রামবাসী। সাপটি এক নজর দেখার জন্য হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর দল যেন হুমড়ি খেয়ে পড়েছে। তাদের উপচেপড়া ভিড়ে। সাপটি নিজেই যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে সাপটি উপজেলা বিট অফিসারের কার্যালয়ে রয়েছে।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ধামইরহাট পৌরসভার অন্তুর্গত মঙ্গলকোঠা গ্রামের মৃত আব্দুল বারিক মন্ডলের বাড়িতে একটি অজগর সাপ প্রবেশ করে। এ ব্যাপারে আব্দুল বারিক মন্ডলের ছেলে আরাফাত হোসেন জানান, ৯ ফুট ৯ ইঞ্চি লম্বা প্রায় ৩০ কেজি ওজনের সাপটি তাদের বাড়িতে প্রবেশ করে ১টি পাতিহাঁস খেয়ে গরুর গোয়ালে যায়। সাপটিকে দেখে গরুগুলো তাদেরকে বাধানো রশি ছিড়ে ফেলে ছুটাছুটি করতে থাকে। এ সময় তার মা আফরোজা বেগম বিষয়টি টের পেলে চিৎকার শুরু করলে তার দুই ছেলে আরাফাত হোসেন, রেজাউল, প্রতিবেশি মোহাম্মদ আলী ও আজিজার রহমান বাবু বাড়িতে গিয়ে সাপটি আটক করে। এদিকে অজগর সাপ আটকের খবর ছড়িয়ে পড়লে ভোর থেকে ওই গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা এক নজর দেখার জন্য ভিড় জমায়। সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাপটি উদ্বার করে স্থানীয় বিট কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন।
(বিএম/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test