E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৃহত্তর রংপুরে আরও ২৯ করোনা রোগী শনাক্ত

২০২০ জুন ০৮ ২৩:০৮:২৯
বৃহত্তর রংপুরে আরও ২৯ করোনা রোগী শনাক্ত

রংপুর প্রতিনিধি : ৮ জুন সোমবার রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বৃহত্তর রংপুরের ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রংপুরের রয়েছে ২০ জন। 

এরা হলো তারাগঙ্জে-৪, গঙ্গাচড়ায়-১,কাউনিয়ায়-১, মিঠাপুকুরে-১,নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির-১, পীরগাছায়-১, আদর্শপাড়ায়-১, শালবন মিস্ত্রিপাড়া-৩, ধাপ মেডিকেল মোড়ে-২, গোমস্তপাড়া-১, কেরানীপাড়া-১, মেট্টোপলিটন পুলিশ-১, লালবাগ-১, ঢাকা থেকে রংপুর মেডিকেলের রোগী-১।

এছাড়া গাইবান্দা-৪ (সদর-১, পলাশবাড়ী-১, সুন্দরগঞ্জ-১, সাদুল্ল্যাপুর-১), কুড়িগ্রাম-৩ এবং লালমনিরহাট-২ (আদিতমারী -১, হাতিবান্ধা -১)। রমেক অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।

(এমএস/এসপি/জুন ০৮, ২০২০)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test