E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে সোনালী ব্যাংক কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ২

২০২০ জুন ০৯ ১৫:২৮:২১
সান্তাহারে সোনালী ব্যাংক কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের হিসাবরক্ষক শাখার অডিটরসহ সোনালী ব্যাংক সান্তাহার শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার রাতে তাঁদের দেহে কোভিড -১৯ শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া যায়। এনিয়ে মোট আক্রান্ত সংখ্যা ১৪ সুস্থ ৫জন। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি জানান, গত সোমবার সকালে আদমদীঘি উপজেলা পরিষদের হিসাবরক্ষক শাখার অডিটর আব্দুল মজিদ ও সোনালী ব্যাংক সান্তাহার শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) আহসান হাবিব তাঁরা দুইজনে বগুড়া টিএমএসএস হাসপাতালে নমুনা দিয়ে আসে। রাতে তাঁদের করোনাভাইরাস নমুনা পরিক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে অডিট অফিসার বগুড়ায় এবং ব্যাংক কর্মকর্তা রংপুর জেলার ঘাডগ্রাম নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন।

সোনালী ব্যাংক সান্তাহার শাখার ম্যানেজার ফেরদৌস শাহজাদা বলেন, আমাদের ব্যাংকের কার্যক্র‍ম চালু আছে তবে বগুড়া ডিজিএম বিধান সাহেবের নির্দেশ পেলে সকল কার্জক্র‍ম বন্ধ থাকবে। সম্ভবত ১৪ দিন লকডাউন থাকতে পারে। তবে এসময়ে সান্তাহার শাখার সকল গ্রাহকবৃন্দরা নওগাঁয় অথবা আদমদীঘি লেনদেনসহ যাবতীয় কাজ করতে পারবে।

(এস/এসপি/জুন ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test