E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন করে করোনা শনাক্ত ৬০ জনের 

নোয়াখালীর দুই উপজেলায় চলছে লকডাউন

২০২০ জুন ০৯ ১৭:২৩:৩১
নোয়াখালীর দুই উপজেলায় চলছে লকডাউন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় আজ ভোর ৬টা থেকে লকডাউন চলছে। লকডাউন কার্যকরে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের পাশাপাশি সেনা সদস্যরা বিভিন্ন এলাকায় তৎপর রয়েছেন। এছাড়া জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে লকডাউন কার্যকরে সড়কে ছাত্রলীগের কর্মীদের দেখা গেছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় আশংকাজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৯ জুন ভোর ৬টা থেকে ২৩ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

লকডাউন চলাকালে দুই উপজেলা থেকে কোনো মানুষ অন্য উপজেলায় যাতায়াত করতে পারবে না। বন্ধ থাকবে অভ্যন্তরীন সব ধরণের যানবাহন। তবে খাদ্য, ডাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী যানবহন, চিকিৎসক, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বহনকারি যানবাহন চলবে।

এ ছাড়া মুদি দোকান সপ্তাহে দুইদিন রোববার ও বৃহস্পতিবার এবং কাঁচা বাজার সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকাবে। ফার্মেসী খোলা থাকবে জোন ভিত্তিক।

এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান। এনিয়ে জেলায় মোট মোট ১০৬৯ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে মারা গেছেন ৩০ জন।

(এস/এসপি/জুন ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test