E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ কর্মশালা

২০১৪ আগস্ট ১২ ১৭:১৬:৩৮
পটিয়ায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ কর্মশালা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা শিশির কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, খরনা ইউপি চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন, বামাকা পটিয়া উপজেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরিদ আহমদ চৌধূরী, শাহচান্দ আউলিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ, পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী, সহ সভাপতি এজেডএম আহমদ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মককর্তা আবদুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধূরী, ব্র্যাকের সিনিয়র ফিল্ড অফিসার বিলাস সৌরভ বড়ুয়া, ব্র্যাক মানবাধিকার অফিসার শামীমা আলম প্রমূখ। এ ছাড়াও সরকারি বেসরকারি, বিভিন্ন সংগঠন ও সংস্থা, সাংবাদিকসহ বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অবৈধ ভাবে দালালদের মাধ্যমে বিদেশ গমন করতে গিয়ে দেশের অনেক মানুষ প্রতারনা শিকার হচ্ছে। প্রতারনার থেকে রক্ষা পেতে হলে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। পুলিশ বাহীনিসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সহায়তা নিয়ে ভিসা সঠিক আছে কিনা নিশ্চিত হয়ে বিদেশে যাওয়ার জন্য আহবান জানান।
(এনআই/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test