E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে বৃদ্ধার করোনা পজেটিভ

২০২০ জুন ১০ ১৭:৪৮:৩১
রাজারহাটে বৃদ্ধার করোনা পজেটিভ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ (১০ জুন) বুধবার কুড়িগ্রামের রাজারহাটে ৫৮ বছরের এক বৃদ্ধার শরীরে কোভিট-১৯ সনাক্ত হয়েছে। ওই বৃদ্ধাকে তার নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুর রহমান সরদার।

উপজেলার উমরমজিদ ইউনিয়নের ঘুমারুভীমশীতলা গ্রামের ওই বৃদ্ধা ঢাকা গাজীপুর থেকে বাড়ীতে আসার পর গত ৩১ মে তারিখে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে পড়লে রাজারহাট মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ৯ জুন মঙ্গলবার রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলা প্রশাসন বিষয়টি জানার পর ওই বাড়িতে গিয়ে পুরো বাড়িটি লকডাউন করে দেয়।

উল্লেখ্য, রাজারহাট উপজেলায় ওই ব্যক্তি সহ মোট ৭জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। গত ২৬এপ্রিল রাজারহাট উপজেলায় প্রথম ঢাকা কেরানীগঞ্জ থেকে ফেরত ৩জনের শরীরে করোনাভাইরাস সংক্রমন হয়। কিন্তু ১৪দিন আইসোলেশনে থেকে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

(পিএস/এসপি/জুন ১০, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test