E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপত্তা হেফাজতে থাকা স্কুলছাত্রী সীমা মিস্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য ফিরে পাওয়ার দাবি মায়ের

২০২০ জুন ১০ ১৯:১০:১২
নিরাপত্তা হেফাজতে থাকা স্কুলছাত্রী সীমা মিস্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য ফিরে পাওয়ার দাবি মায়ের

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অপহৃত সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী সীমা উদ্ধারের পর প্রায় চার মাস বাগেরহাটের পঁচা দীঘি নিরাপত্তা হেফাজতে থেকে অসুস্থ হয়ে পড়েছে। করোনার কাছে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রাখা যায়নি। ভার্চুয়াল আদালতের মাধ্যমে জিম্মায় নিয়ে চিকিৎসার আকুতি জানিয়েছেন সীমার মা অর্পণা মিস্ত্রী।

সাতক্ষীরা সদরের ফিংড়ি গ্রামের স্বপন কুমার মিস্ত্রীর স্ত্রী অপর্ণা মিস্ত্রী জানান, গত বছরের ৭ ডিসেম্বর অপহৃত তার ১৩ বছরের স্কুল পড়ুয়া মেয়ে সীমা রানী মিস্ত্রী গত ১৩ ফেব্র“য়ারি র‌্যাব এর সহযোগিতায় উদ্ধার করেন মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক কাজী মোঃ হাসান । ওই দিন তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।

প্রায় চার মাস অতিক্রান্ত হতে চললেও বর্তমান প্রেক্ষাপটে আদালত সাধারণ ছুটি থাকায় ভার্চুয়াল কোর্টে তাদের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান দিলু শুনানীর জন্য সাড়া পাননি তিনি। এমনকি সীমার বাবা গত ২ জুন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলমের দারস্ত হলেও তিনি কোন ব্যবস্থা করতে পারেননি। বাবা ও মায়ের কাছে ফিরে আসতে নিরাপত্তা হেফাজতের কর্মকর্তা অনিমা বাছাড়ের মাধ্যমে সাতক্ষীরা জেলা ও দায়রা জজসহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বরাবর ই- মেইলে দুইবার আবেদন করেও কোন সুরহা হয়নি।

অর্পনা মিস্ত্রী বলেন, বাগেরহাট নিরাপত্তা হেফাজতের কর্মকর্তা অনিমা বাছাড়ের মাধ্যমে তিনি জানতে পেরেছেন একই ধরণের ঘটনায় গত ২৮ মে বাগেরহাটের ভার্চুয়াল আদালতের মাধ্যমে মরিয়ম খাতুন( জিআর-১০২/২০ বাগেরহাট সদর) ও ২ জুন খুলনার ভার্চুয়াল আদালতের মাধ্যমে খুলনার নারী ও শিশু ৩৮/২০ মামলার ভিকটিম আফরোজা মুক্তি পেয়েছেন। ১১/০৬/২০ তারিখ যশোরের একটি মেয়ে মুক্তি পাবে। এসব ক্ষেত্রে ভার্চুয়াল আদালতের সঙ্গে নিরাপত্তা হেফাজতে ভিডিও কলের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতিতে ভিকটিম এর সম্মতি নেওয়া হয়েছে বলে তিনি জানতে পোরেছেন।

তিনি বলেন, ভার্চুয়াল আদালতের মাধ্যমে গত মঙ্গলবার আশাশুনির শরবত হত্যা মামলার আসামী আব্দুস সালাম বাচ্চু, জুলফিকার আলী জুলিকে কারাগারের মধ্যে জেল সুপারের সঙ্গে ভিডিও কলে উপস্থিত দেখিয়ে এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন বিচারিক হাকিম বিলাস মণ্ডল। ওই দিন তাদেরকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন আবারো কারাগারে পাঠানো হয়েছে(ভার্চুয়াল কেস নং ৫৬/২০)।

একই দিনে সাতক্ষীরা স্পেশাল কোর্টের (ভার্চুয়াল)বিচারক শেখ মফিজুল ইসলাম কালিগঞ্জ থানায় ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত পবিত্র মণ্ডল, মনিরুজ্জামান ও মোজাহিদুল আলম মুকুলকে জেল সুপারের উপস্থিতিতে তার অফিসে উপস্থিত রেখে তাদের সঙ্গে কথা বলে দুদকের দায়েরকৃত সরকারি গম পাচারের মামলায়(স্পেশাল মামলা নং-০৩/২০২০) শোন এরেষ্ট দেখানো হয়েছে।

অসুস্থ সন্তানের প্রতি মানবিক হওয়ার আবেদন জানিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভার্চুয়াল আদালতে ভিডিও কলের মধ্যেমে হত্যা মামলার আসামীর রিমাণ্ড শুনানী ও দুদকের মামলায় শোন এরেষ্ট দেখানোর প্রক্রিয়ায় তার মেয়েকে জিম্মায় নেওয়ার আবেদন শুনানীর আহবান জানান অর্পণা মিস্ত্রী।

জানতে চাইলে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম বলেন,সীমা রানী মিস্ত্রীকে মায়ের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া করার ব্যাপারে গত ২ জুন তিনি স্পেশাল জজ এর সঙ্গে পরামর্শ করে অনুমতি পাননি। তবে যে প্রক্রিয়ায় রিমাণ্ড শুনানী ও নতুন মামলায় শোন এরেষ্ট দেখানো হয়েছে তাতে ওই নাবালিকা ভিকটিমের জিম্মায় নেওয়া আবেদন শুনানী করা যায় কিনা তা নিয়ে নতুন করে ভাবা যেতে পারে।

(আরকে/এসপি/জুন ১০, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test