E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোন কাজ করবে : সেনাপ্রধান

২০২০ জুন ১১ ১৪:২৫:০৮
দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোন কাজ করবে : সেনাপ্রধান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সরকার আছে, মন্ত্রণালয় আছে, যাদের এসব কাজ দেখার কথা, পরিকল্পনা করার কথা সরকার থেকে যে কোন ধরণের দায়িত্ব দেওয়া হবে তা সোনবাহিনী করতে প্রস্তুত আছে। ন্যাশনাল বিল্ডিং থেকে বাঁধ নির্মাণের কাজ, ড্রেজিং এর কাজ সরকারের নির্দেশে অতীতে সেনাবাহিনী করে দেখিয়েছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোন কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্রগ্রামের জলাবদ্ধতার মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনী সফলভাবে করছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর দায়িত্বে দিলে আগ্রহসহকারে সেনাবাহিনী করবে বলে জানান সেনাপ্রধান।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনিএসব কথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, সূপেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত আছে সেনাবাহিনী। সংশ্নিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হবে। এছাড়া ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা। এছাড়া মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দিবে মেডিক্যাল কোরের সদস্যরা।

লকডাউনের বিষয়ে সেনাপ্রধান বলেন, স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে করোনা পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোরতা প্রয়োজন।

পরে সেনাপ্রধান ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে সাতক্ষীরার আশাশুনি ও খুলনার কয়রাতে যান।

(আরকে/এসপি/জুন ১১ , ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test