E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬ লাখ টাকার মালামাল লুট

সাতক্ষীরায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে ইজিবাইকের শোরুমে ডাকাতি!

২০২০ জুন ১৩ ১১:৩৯:০২
সাতক্ষীরায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে ইজিবাইকের শোরুমে ডাকাতি!

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নৈশ প্রহরীকে বেঁধে রেখে শার্টারের তালা ভেঙে ইজিবাইকের এক শোরুমে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা ওই শোরুম থেকে ইজিবাইকের ৭০টি ব্যাটারী, একটি কপি ম্যাশিনসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। 

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের আটপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটপুকুর এলাকার হাবিব ইজিবাইক সেন্টারের মালিক হাবিবুল্লাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী দোকানদার আব্দুল হামিদ তার বাড়িতে যেয়ে জানান যে নৈশপ্রহরী রওশানকে বেঁধে রেখে ডাকাত দলের সদস্যরা তার শোরুমের শার্টারের তালা ভেঙে ভিতরে ঢুকে টেবিলের ড্রয়ার ভাঙচুর করে। এরপর ডাকাত দলের সদস্যরা ইজিবাইকে ব্যবহারের জন্য নতুন ২৫টি ও পুরাতন ৪৭টি ব্যাটারি লুট করে। এ ছাড়াও ২৫ হাজার টাকা মূল্যের একটি কপি মেশিনসহ ইজি বাইকের কিছু যন্ত্রাংশ নিয়ে যায় তারা। মোট ছয় লাখ টাকার মালামালাল ডাকাত দলের সদস্যরা নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হাজ্জাত আলী জানান, অভিযোগ পেয়ে তিনি জিজ্ঞাসাবাদের জন্য ও মার্কেটের নৈশ প্রহরী রওশান আলীকে শনিবার সকালে আটক করেছেন। তবে এটাকে ডাকাতি বলা যাবে না।

(আরকে/এসপি/জুন ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test