E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাতের আঁধারে সাতক্ষীরা পিডিবি অফিসের গাছ কেটে নিয়ে গেছেন নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক!

২০২০ জুন ১৩ ২১:৩৯:১৩
রাতের আঁধারে সাতক্ষীরা পিডিবি অফিসের গাছ কেটে নিয়ে গেছেন নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক!

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড এর সাতক্ষীরা অফিসের পাঁচটি মেহগনি, একটি আম, একটি কৃষ্ণচুড়া গাছ নিয়ম বহির্ভুত ভাবে কেটে আত্মসাত করার অভিযোগ উঠেছে ওই অফিসের নির্বার্হী প্রকৌশলীর গাড়ি চালক আব্দুল্লাহ’র বিরুদ্ধে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এ গাছ কেটে বড় অংশ সরিয়ে ফেলা হয়েছে।

পিডিবি অফিসের কয়েকজন কর্মচারি ও অফিস সংলগ্ন কয়েকজন ব্যবসায়ি নাম না প্রকাশের স্বার্থে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নির্বাহী প্রকৌশলী জিয়াউল হকের গাড়িচালক আব্দুল্লার নেতৃত্বে অফিসের সামনের পাঁচটি দেবদারু গাছ কাটা হয়। এ ছাড়ার নির্বাহী প্রকৌশলীর পুরাতন বাসভবনের পাশের দু’টি কৃষ্ণচুড়া গাছ ও একটি আমগাছ কাটা শুরু হয়। আম গাছের আটটি গুড়ি ব্যতীত সকল গাছ আব্দুল্লাহ শুক্রবার রাতে নিয়ে যায়।

জানতে চাইলে আব্দুল্লাহ তাদেরকে জানায়, জিয়াউল হকের কথামত তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ বাইরে বিক্রি করেছেন। শনিবার রাতে নিয়ে যাবেন আমগাছের কাটা গুড়িগুলো। তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হোক আর যে কোন ভাবেই হোক টেণ্ডার ছাড়া এ ভাবে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাওয়া বেআইনি কিনা তার কোন সঠিক উত্তর দিতে পারেননি আব্দুল্লাহ। তবে নিউজ না করে সাংবাদিক ময়না ভাই এর সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

বিদ্যুৎ শ্রমিক লীগ ওজোপাডিকো ২১৩৮ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ কোন কাজে লাগে না। তাই আব্দুল্লাহ ------।

এ ব্যাপারে জানতে চাইলে পিডিবি সাতক্ষীরা অফিসের নির্বার্হী প্রকৌশলীর গাড়ি চালক আব্দুল্লাহ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত সৌন্দর্য বৃদ্ধির জন্য পাঁচটি দেবদারু গাছ কেটে দেওয়া হয়েছে। বিষয়টি নির্বাহী প্রকৌশলী স্যারকেই বরং জিজ্ঞাসা করুন।

পিডিবির সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাছ ছিল অফিস চত্বরে। সেগুলো কাটা হয়েছে কিনা তার জানা নেই। রবিবার অফিসে এসে বিস্তারিত জানাতে পারবেন।

(আরকে/এসপি/জুন ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test