E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালার মাদরায় আলমগীর বাহিনীর হামলা ও প্রতিরোধকে কেন্দ্র করে আতঙ্কিত সংখ্যালঘুরা

২০২০ জুন ১৩ ২১:৫২:৩৩
তালার মাদরায় আলমগীর বাহিনীর হামলা ও প্রতিরোধকে কেন্দ্র করে আতঙ্কিত সংখ্যালঘুরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আলমগীর হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী সাতক্ষীরার তালা উপজেলার মাদরা গ্রামে হামলা ও প্রতিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘুরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকার বাইরে বের হলে সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা নতুন করে হামলার শিকার হচ্ছেন।

এদিকে শান্তিপূর্ণভাবে দলুয়া বাজারে ব্যবসা করার জন্য মাদরা গ্রামের বাসিন্দা ১৪ জন ব্যবসায়ি শনিবার দুপুরে পাটকেলঘাটা থানায় আসেন। সমস্যা সমাধানে রবিবার বিকেল চারটায় পার মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা আহবান করা হয়েছে।

প্রসঙ্গত, তালা উপজেলার মাদরা খোবরাখালি গ্রামে হোসেন আলীর ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন ছোট খাটো বিরোধকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে এলাকার শান্তি নষ্ট করেন বলে অভিযোগ রয়েছে। আলমগীরের বিরুদ্ধে তার বাড়িতে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। একের পর এক অপরাধ করে নিজের পাড়ার সংখ্যালঘুদের জব্দ করতে গত মঙ্গলবার দলুয়া, টিকেরামপুর ও বালিয়াদহ খেকে সন্ত্রাসীদের নিয়ে এসে সংখ্যালঘুদের কয়েকটি বাড়িতে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। আসার সময় সন্ত্রাসীরা তিনজন হিন্দু যুবককে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। সংখ্যালঘুরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে কয়েকজন সন্ত্রাসী। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করলে তারা দলুয়া বাজারে ফিরে যেয়ে মাদরা গ্রামের রবিন মণ্ডলের উপর অমানুষিক নির্যাতন চালায়। পরদিন থেকে মাদরা গ্রামের ব্যবসায়িরা দলুয়া বাজারে দোকান খুলতে বাধাগ্রস্ত হয়। পথেঘাটে মাদরার লোক দেখলেই মারপিট করা হয়। এরপর থেকে মাদরা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী, চাকুরিজীবী ও শিক্ষার্থীরা এলাকার বাইরে যেতে পারছেন না। শান্তিপূর্ণভাবে দলুয়া বাজারে ব্যবসা করার সুবিধার্থে মাদরা গ্রামের বাসিন্দা এমন ১৪জন ব্যবসায়ি শনিবার দুপুরে পাটকেলঘাটা থানায় যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্লাল হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রতিদিন বেশ কিছু সময় পুলিশ নিয়ে দলুয়া বাজারে অবস্থান করলেও মাদরা গ্রামের ব্যবসায়িরা বাজারে আসেন না। শনিবার দুপুরে তিনি দলুয়া বাজারে অবস্থান করায় থানায় যাওযা ব্যবসায়িদের সঙ্গে তার দেখা হয়নি। তবে মোবাইলে কথা হয়েছে।

সমস্যা সমাধানে তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবীর, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের উপস্থিতিতে রবিবার বিকেল চারটায় পার মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিবাদমান দু’টি পক্ষকে নিয়ে বসাবসির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(আরকে/এসপি/জুন ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test