E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক 

২০২০ জুন ১৬ ১৯:১৬:২৯
সাতক্ষীরা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দুটি সীমান্তে র‌্যাবের পৃথক অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে দেবহাটা উপজেলার কামটা ও সদর উপজেলার কাথন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের রিয়াজুল ইসলাম সরদারের ছেলে রুহুল কুদ্দুস সরদার(৩২), সদর উপজেলার আলীপুর গ্রামের নিজাম উদ্দীন সরদারের ছেলে ফারুক হোসেন সরদার(৪৫), ও সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার (২৬)।

র‌্যাব জানায়, দেবহাটা উপজেলার কামটা পল্লী বিদ্যুৎ সমিতি ১৩/১১ কেভি উপকেন্দ্র এর সামনে পাঁকা রাস্তার উপর উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোররাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুস ও ফারুক হোসেনকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

তবে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, পুষ্পকাটি নাথ পাড়ায় বিজিবি সদস্য আব্দুর জব্বার হত্যা মামলার আসামী বসন্তপুরের আরমান মেম্বর একই গ্রামের আলিমুজ্জামান লিন্টুর মাধ্যমে দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছেন। লিন্টু ইঞ্জিন চালিত ভ্যানে কওে রুহুল কুদ্দুস ও ফারুকের কাছে ফেনসিডিল দিতে এসে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাল ফেলে পালিয়ে যায় লিন্টু।

এদিকে, অপরএক অভিযানে সদর উপজেলার কাথন্ডা গ্রামের পাঁকা রাস্তার উপর উপর থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

(আরকে/এসপি/জুন ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test