E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরে দুই দিনে দুই পুলিশ সদস্যের মৃত্যু

২০২০ জুন ১৮ ১৬:৫০:৩৯
সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরে দুই দিনে দুই পুলিশ সদস্যের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি : মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শরীয়তপুর জেলা সদরে গত দুই দিনে দুই জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা- হলেন শরীয়তপুর পুলিশ লাইন্সে কর্মরত কনষ্টেবল রনি আহমেদ ও পিবিআই ঢাকা বনশ্রী শাখায় কর্মরত মাহবুব আলম রিপন। রনি বুধবার দুপুর আড়াইটায় শরীয়তপুর-ঢাকা সড়কের শরীয়তপুর মডেল টাউন এলাকায় ট্রাক চাপায় নিহত হন এবং রিপন বৃহস্পতিবার দুপুর দুইটার সময় শরীয়তপুর পৌর এলাকার কাশাভোগ গ্রামে বালু বোঝাই মাহেন্দ্র চাপায় নিহত হন।

শরীয়তপুর সদর পালং মডেল থানা সূত্রে জানা গেছে, কনষ্টেবল রনি বুধবার দুপুরে ডিএসবি ডিউটিরত অবস্থায় তথ্য সংগ্রহের কাজে বের হন। আড়াইটার দিকে মোটর সাইকেল চালিয়ে ফেরার পথে জেলা শহরের মডেল টাউন এলাকায় মদিনা গ্রুপের পানির ট্যাংক বোঝাই ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। রনির বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার বেলাচর গ্রামে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামে নিজ এলাকার ছায়েদ খানের বাড়ির সামনে মাহেন্দ্র চাপায় ঘটনাস্থলেই নিহত হন কনষ্টেবল মাহবুব রিপন। রিপন কাশাভোগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমরেড নুরুল ইসলাম শিকদারের ছেলে। রিপন পিবিআই ঢাকা বনশ্রী এলাকায় কর্মরত ছিলেন। সন্তান সম্ভবা স্ত্রীকে দেখতে গত সপ্তাহে ছুটিতে আসেন রিপন। তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। স্ত্রীর জন্য ঔষধ নিয়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা বালু ভর্তি একটি মাহেন্দ্র গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপনের। রিপনের বাড়িতে চলছে শোকের মাতম।

পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, বুধবার কনষ্টেবল রনি হত্যাকারী ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার কনষ্টেবল রিপন হত্যাকারি মাহেন্দ্রটি চারজন কর্মীসহ আটক করা হলেও চালক পালিয়ে গেছে। রিপনের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

(কেএনআই/এসপি/জুন ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test