E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে পৌরসভার বাজেট ঘোষণা

২০২০ জুন ২৯ ১৬:৫৯:২৫
সান্তাহারে পৌরসভার বাজেট ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সোমবার বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার  ২০২০-২১ অর্থ বছরের জন্য মোট ২৫ কোটি ৫০ লাখ ৫শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা। 

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায় ১২ কোটি ২৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি ১৩ কোটি ২৫ লাখ ৫শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

এই বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র মজিবর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, পৌর কর্মচারী তুহিন ইসলাম প্রমূখ।

মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্ত্যেবে, বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।

(এস/এসপি/জুন ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test