E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে কোটেশ্বর বিলে পোনামাছ অবমুক্তকরণ

২০২০ জুন ৩০ ১৬:২৭:৩৪
রাজারহাটে কোটেশ্বর বিলে পোনামাছ অবমুক্তকরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ (৩০ জুন) মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে কোটেশ্বর বিলে পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আকলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. রাজু সরকার, রাজারহাট ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর নিকট ৩২একর সম্বলিত কোটেশ্বর বিল বাংলাদেশ ভুমি মন্ত্রণালয় কর্তৃক উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ বছরের জন্য লিজ প্রদান করেন।

এরই প্রেক্ষিতে ৩০জুন মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগীতায় বিলটি দখলমুক্ত করে ওই সমিতির নিকট হস্তান্তর করেন। এর পরপরই ওই সমিতির পক্ষ থেকে কোটেশ্বর বিলে পোনামাছ অবমুক্ত করা হয়।

(পিএস/এসপি/জুন ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test