E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে পাঁচ’শ ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন ৭০

২০২০ জুলাই ০১ ১৮:৪৬:২৩
মৌলভীবাজারে পাঁচ’শ ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন ৭০

মো.আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছে জেলাজুরে। প্রশাসন আর ভ্রাম্যমাণ আদালতের ব্যাপক নজরদারীর পরও স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কাই করছেন না অনেকে। অভ্যান্তরিন কিংবা দূরপাল্লার যানবাহন চলাচল করছে আগের মতই। 

দোকানপাট খোলা রাখার সরকারি নিয়ম অনুযায়ী আজ পহেলা জুলাই থেকে বিকাল ৪টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে এমন সরকারি নির্দেশনায় ব্যবসায়ীরা সাদরে গ্রহণ করলেও করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানুষজন আতঙ্কিত। এরই মধ্যে মৌলভীবাজার জেলা করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে।

সর্বশেষ বুধবার (১ জুলাই) মৌলভীবাজারে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৭০ জন।

বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা তওহীদ আহমদ নতুন করে জেলায় ৭০জন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব মেডিসিনের ল্যাব থেকে পাঠানো ৪শ রিপোর্টের মধ্যে ৭০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।

আক্রান্তদের মধ্যে জেলা সদর ২৫ জন, রাজনগর ৭ জন, কুলাউড়া ৯ জন, জুড়ি ৬ জন, কমলগঞ্জ ১২ জন, শ্রীমঙ্গল ৬ জন ও বড়লেখা উপজেলায় ৫ জন। এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০০ জন। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন আর মৃত্যু বরণ করেছেন ৪জন।

(একে/এসপি/জুলাই ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test