E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়া পৌর এলাকায় ১৪ দিনের  আইসোলেশন শুরু

২০২০ জুলাই ০৮ ১৬:৪৯:৫০
লোহাগড়া পৌর এলাকায় ১৪ দিনের  আইসোলেশন শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : রেড জোনের আওতাভূক্ত নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে ১৪ দিনের আইসোলেশনে থাকার নির্দেশনা আজ বুধবার থেকে শুরু হয়েছে ।

জানা গেছে, লোহাগড়া পৌরসভা এলাকায় দুই দফায় লকডাউন ঘোষনা করা হলেও তা জনসাধারন পালন না করায় করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ার ফলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নিদের্শনায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে আজ বুধবার থেকে পৌরবাসীকে ১৪ দিনের আইসোলেশনে থাকার কার্যক্রম শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভা এলাকায় প্রবেশের ১৪টি পয়েন্টে পুলিশ ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করছেন । তারা বাজারের দোকানপাটসহ সমস্ত ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন । জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাদের বাড়িতে থাকার অনুরোধ করছেন। করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন বলেন, করোনা সংক্রমন থেকে বাঁচার জন্য গঠিত কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন ।

উল্লেখ্য, ৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন লোহাগড়া পৌর সভার আওতাধীন ওষুধ ও সার- কীটনাশক দোকান ব্যতিত সকল দোকানপাট, হাট-বাজার বন্ধ থাকবে। এ সময় লোহাগড়া পৌরবাসীকে আইসোলেশনে থাকতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।

(আরএম/এসপি/জুলাই ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test