E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুর মহানগরীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

২০২০ জুলাই ০৯ ১৯:৪৩:০৭
রংপুর মহানগরীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর : নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় জাফর ওয়াদুদ লিটু নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত লিটু স্থানীয় একজন মটর মালিকের গাড়ি দেখাশোনার কাজ করতেন।

এলাকাবাসী জানায়, সম্প্রতি লিটু তার বাড়ির জায়গা ৯০ লাখ টাকায় বিক্রি করে ওই টাকা স্ত্রীর নামে রাখেন এবং বর্তমানে তিনি স্ত্রী নিয়ে পার্শ্ববর্তী বড় ভাইয়ের জমিতে একচালা টিনের দু’টি ঘর তুলে সেখানে বসবাস করে আসছিলেন। এলাকাবাসীর মতে, ওই টাকাকে কেন্দ্র করেই লিটু খুন হয়ে থাকতে পারে।

লাশ উদ্ধারের সময় লিটুর স্ত্রী শিরিন আক্তার পুলিশকে জানায়, লিটু গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নগরীর সদর হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত করোনা ইউনিটে নিয়ে যাওয়ার কথা বলেন।

পরে তিনি করোনা ইউনিটে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি না নিলে তিনি তাকে বাসায় নিয়ে আসেন এবং বাসাতেই মারা যান তিনি।

পুলিশের উপ-পরিদর্শক মাসুদ আহমেদ জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। তারা তদন্ত শুরু করেছে, তদন্তেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

(এমএস/এসপি/জুলাই ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test