E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যূ

২০২০ জুলাই ১৪ ১৭:১৭:২৯
নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যূ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তার মৃত্যূ  হয়েছে । চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তি হিসেবে এটাই দেশে প্রথম মৃত্যূর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম শরীফ মোস্তফা কামাল (৭৫)। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়ায়। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে সম্প্রতি অবসরে আসেন। গত ১০ জুলাই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে জানা গেছে, অসুস্থ্য হয়ে শরীফ মোস্তফা কামাল ৯ জুলাই রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন শুক্রবার (১০ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। গত ১১ জুলাই বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য যাওয়ার পর মঙ্গলবার বিষয়টি প্রকাশ পায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তার মৃত্যূর এক সপ্তাহ আগে থেকে হালকা জ্বর ছিল। স্থানীয় একটি ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় ফল পজিটিভ হয়। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে তেমন খাওয়া-দাওয়া করছিলেন না। তাই শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও মৃত্যূ অন্য কোনো কারনে হয়েছে কি না, তা স্বাস্থ্য অধিদপ্তরে পর্যালোচনা হচ্ছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। ডেঙ্গুর কারণে মৃত্যূ হলে এটাই চলতি বছরে প্রথম মৃত্যূর ঘটনা হবে।’

(আরএম/এসপি/জুলাই ১৪, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test