E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্যোগের সময় বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহবান পলকের

২০২০ জুলাই ১৭ ২৩:৫২:৪৩
দুর্যোগের সময় বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহবান পলকের

সিংড়া (নাটোর) প্রতিনিধি : দূর্যোগের সময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি।

প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৯ টায় তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্থ্য ১২০টি পরিবারের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, সরকার প্রতিটি দুর্যোগে জনগনের পাশে রয়েছে। এবার ১ কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে। আমরা তৃনমৃল পর্যায় থেকে সকল স্তরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধির মাধ্যমে মানবিক সহায়তার তালিকা তৈরি করা হচ্ছে এবং ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সিংড়া উপজেলায় বিগত দিনে ২৭ টি আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষকে তিনবেলা খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম। এবারো আমাদের সে প্রস্তৃতি রয়েছে। আমরা জনগনের পাশে রয়েছি। বন্যা দুর্গত এলাকায় নেতাকর্মী সার্বক্ষণিক মানুষের খোঁজখবর নিচ্ছে। মানুষকে নিরাপদে রাখার জন্য ইতোমধ্য ৪ টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের সর্বাত্মক প্রস্তৃতি রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের বিপদে আপদে পাশে আছেন ভবিষ্যৎ এ থাকবেন।

তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক হেসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।

(এম/এসপি/জুলাই ১৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test