E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয়সহ নানা অভিযোগে ভোক্তার অভিযান

২০২০ জুলাই ২০ ১৮:২৬:০০
মৌলভীবাজারে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয়সহ নানা অভিযোগে ভোক্তার অভিযান

মো.আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিস্ফোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে যত্রতত্র গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করা,মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে বাসা বাড়িতে সর্বরাহকৃত এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালানো হয়েছে। 

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা ও কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চালানো এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন নেতৃত্ব দেন।

অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ভাবে খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্য পণ্য রেখে বিক্রয় করার দায়ে মৌলভীবাজার শহরের বনশ্রী এলাকায় অবস্থিত সুমাইয়া ষ্টোরকে ৫ শত টাকা, ওয়াপদা সড়কে অবস্থিত নিউ জারা ষ্টোরকে ৫ শত টাকা, কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারে অবস্থিত দেলোয়ার হোটেলকে ৪ হাজার টাকা, আল্লার দান মায়ের দোয়া ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

(একে/এসপি/জুলাই ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test