E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বদলগাছী ও নওহাটা এলাকায় মাদকের ছড়াছড়ি

২০১৪ আগস্ট ১৪ ১৫:০৫:১১
নওগাঁর বদলগাছী ও নওহাটা এলাকায় মাদকের ছড়াছড়ি

নওগাঁ প্রতিনিধি : উদ্বেগজনকহারে বাড়ছে নওগাঁর বদলগাছী ও নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার খোর্দ্দনারায়নপুর, বেলঘরিয়া, পিড়া ও চৌমাশিয়া আদিবাসীপাড়ায় মাদকাসক্তের সংখ্যা। এসব এলাকায় প্রায় ৩০/৪০টি বাড়িতে কারখানা বসিয়ে তৈরী করা হচ্ছে দেশীয় চোলাই মদ। যেন দেখার মত কেউ নেই।

সংশ্লিষ্ট থানা পুলিশ রহস্যজনক কারণে মাদকের বিরুদ্ধে জোরালো ভুমিকা না রেখে নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। ফলে এসব এলাকায় এখন মাদকের ছড়াছড়ি।

জানা গেছে, বদলগাছী উপজেলার প্রায় ২০টি পয়েন্টে লাখ লাখ টাকার মাদকদ্রব্য বেচাকেনা চলছে। এখানে মাদকদ্রব্য তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে শতাধিক নারী ও পুরুষ। মাদক দ্রব্যের মধ্যে বিশেষ করে ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও চোলাইমদ। আর এইসব মাদকদ্রব্য বিক্রি হয় এলাকার যুবক-যুবতী ও নারী-পুরুষের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে। প্রতিটি সিন্ডিকেটে রয়েছে একজন প্রধান ও ১০ থেকে ১২জনের সমন্বয়ে বিক্রেতা। জেলার সীমান্ত এলাকা ধামইরহাট হয়ে অবাধে মাদক দ্রব্য ঢুকছে বদলগাছী উপজেলার জাবারীপুরহাট, গোবরচাপা, জগৎনগর, সাগরপুর, জগপাড়া, পাহাড়পুর, রনাহার, পারসোমবাড়ী বাজার, কুশারমুড়ি, খলসীরমোড়, চাংলা, কোমারপুর, ভাতশাইল, এবং প্রধানকুন্ডিসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি স্থানে।

আর সিন্ডিকেটের মাধ্যমে এই উপজেলাতে প্রতিদিন লাখ লাখ টাকার মাদকদ্রব্য বেচা কেনা চলছে। এই সব এলাকার সচেতন মহল মাদক উচ্ছেদের জন্য মাঝে মধ্যে প্রতিবাদ করলেও পুলিশের নীরব ভুমিকার কারণে মাঝপথেই তা মুখ থুবড়ে পড়ে। বর্তমানে বদলগাছী উপজেলায় আরও বেশি করে আনাচে-কানাচে মাদক কেনা বেচা হচ্ছে। মাদকসেবীদের আনাগোনাও বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে করে আইন শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। থানা সূত্রে জানা গেছে, চলতি বছর জুন ও জুলাই এই দুই মাসে বদলগাছী থানায় মাদকের মামলা হয়েছে মাত্র ৯টি।

একটি সুত্রে জানা গেছে, পুলিশের উর্দ্ধতন কর্তা ব্যক্তিদের চাপের মুখে বদলগাছী থানা পুলিশ দায় সারাভাবে মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু মাদক দ্রব্য উদ্ধার করে নিজেদের চাকরি রক্ষা করে থাকেন। এব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, মাদক নিয়ন্ত্রনের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে মহাদেবপুর উপজেলার হাটচকগৌরীতে একটি ওষুধের দোকানে ওষুধ কেনাবেচার অন্তরালে এ্যালকোহল, গাঁজা ও কারেন্টসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে বলেও স্থানীয় লোকজন জানিয়েছে। কয়েক মাস আগে নওহাটা ফাঁড়ি পুলিশ খোর্দ্দনারায়নপুর গ্রামের সাইদুলের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মামলা দায়ের করলে ওই মামলায় জামিনে জেল থেকে বেরিয়ে এসে সাইদুল ফের বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে ফেনসিডিলের ব্যবসা। এলাকার সচেতনমহল মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

(বিএম/জেএ/আগস্ট ১৪, ২০১৪)


পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test