E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরের প্রবেশমুখে গ্যাসবাহী জাহাজে চুরি

২০২০ জুলাই ২৪ ১৭:৩৯:৪৪
মোংলা বন্দরের প্রবেশমুখে গ্যাসবাহী জাহাজে চুরি

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের হিরণ পয়েন্টে মোংলা বন্দরের প্রবেশমুখ পশুর চ্যানেলের মোহনায় একটি গ্যাসবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজের ষ্টোর রুম ভেঙ্গে শুক্রবার ভোরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর বিদেশী ওই জাহাজের চীফ অফিসার বিষয়টি তাৎক্ষনিক ভাবে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সি এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক মো. আকরাম হোসেনকে জানিয়েছেন। এরপর তিনি চুরির ঘটনাটি মোংলা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছেন। 

মোংলার একটি এলপিপি কারখানার জন্য গ্যাস নিয়ে আসা এমভি সিনা-৫ নামের এই বিদেশী জাহাজটি সুন্দরবনের হিরণ পয়েন্টে মাংলা বন্দরের প্রবেশমুখ পশুর চ্যানেলের মোহনায় অপেক্ষা করছিল। শুক্রবার ভোরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল ওই জাহাজে উঠে ষ্টোর ভেঙ্গে ৫টি মুরিংরোপসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

পণ্য খালাসের জন্য শুক্রবার সন্ধ্যায় মোংলা বন্দরের একটি এলপিজি কারখানায় জাহাজটি ভিড়ার কথা রয়েছে। বন্দরের এই প্রবেশ মুখে প্রায়ই এ রকম চুরির ঘটনা ঘটে আসছে বলেও অভিযোগ রয়েছে। এমভি সিনা-৫ জাহাজের চুরির ঘটনায়ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে বলে জানান সংশ্লিষ্ট এজেন্টের এমডি মো. আকরাম হোসেন।

এরআগে গত ৭ জুন তেলবাহী জাহাজ এম,টি ট্রেসা থেকে ৭টি মুরিংরোপ একই ভাবে চুরি করে নেয় সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা। ওই ঘটনায় জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ষ্ট্রারপাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম ৮ জুন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও হারবার মাষ্টারকে চিঠি দিয়ে ঘটনাটি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। তবে সে ব্যাপারে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানাতে পারেননি ক্যাপ্টেন রফিক।

অভিযোগ রয়েছে, মোংলা বন্দরে আগত বিদেশী জাহাজের পণ্য ঠিক একই কায়দায় চুরি-ডাকাতির একটি শক্তিশালী চক্রের নিয়ন্ত্রণে মোংলা শহরের রিজেকশন গলি ও কাইনমারী-বাইদ্দাপাড়া এবং গোগ এলাকায় তিনটি গ্রুপ রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, চুরির ঘটনাস্থল মোংলা থেকে ১৪০ নটিক্যাল মাইল দূরে। এছাড়া ঘটনাস্থলও দাকোপ থানার অধীনে হওয়ায় নিরাপত্তার বিষয়টি ওই থানাসহ কোস্টগার্ডের দেখার কথা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার এম ফখরউদ্দিন বলেন, জাহাজটির ক্যাপ্টেনের সাথে কথা বলে চুরির ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এসএকে/এসপি/জুলাই ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test