E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন থেকে পাচারকালে দুটি হরিনের মাথা ৩০ কেজি মাংসসহ দুটি নৌকা আটক

২০২০ জুলাই ২৬ ১৭:৫৭:৫৯
সুন্দরবন থেকে পাচারকালে দুটি হরিনের মাথা ৩০ কেজি মাংসসহ দুটি নৌকা আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচরকালে দুটি হরিনের মাথা ৩০ কেজি মাংসসহ দুটি নৌকা আটক করেছে বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন মুঠোফোনে জানান, রবিবার সকালে সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল।

এমন সময় বনরক্ষীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য থামাতে বল্লে নৌকায় থাকা সংর্ঘবদ্ধ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বন বনরক্ষীরা নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিনের মাংস, দুটি মাথা, আটটি পা ও দুটি নৌকাসহ হরিন শিকারের সরঞ্জাম আটক করে।

তবে বনরক্ষীরা চোরা শিকারীদের চিনতে পারলেও পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে সমভব হয়নি। উদ্ধারকৃত হরিনের মাংস আদালতের নির্দেশনা বিনষ্ট করা হয়েছে।

এর আগে ৪ জুলাই বন সংলগ্ন চিলাবাজার এলাকা থেকে ১৫ কেজি হরিনের মাংস, একটি মাথা ও একটি নৌকা আটক করে বন বিভাগ।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বনবিভাগের পাশাপাশি জেলা পুলিশও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যহত রেখেছে। আসন্ন ঈদকে সামনে রেখে চোরা শিকারীরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test