E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একটি মানুষও ভাতের অভাবে মারা যাবে না : অসীম উকিল 

২০২০ জুলাই ২৭ ১১:০৪:৫৫
একটি মানুষও ভাতের অভাবে মারা যাবে না : অসীম উকিল 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : একটি মানুষও করোনা দূর্যোগের মধ্যে বন্যার প্রকোপের পরে ভাতের অভাবে মারা যাবেনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মুখপানে থেকে যেভাবে করোনা মোকাবেলা করে চলছেন, সেই ভাবে বন্যার কবল থেকেও বানভাসি মানুষদের রক্ষা করবেন। আপনারা কেউ ভয় পাবেন না। মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, আমাদের প্রিয় নেত্রী আপনাদের পাশে আছেন এবং থাকবেন। 

রবিবার দুপুরে, মোজাফরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ও বড়তলা আশ্রয়ন প্রকল্পের ৭০টি পরিবারের মধ্যে মানবিক খাদ্য সহায়তা বিতরনকালে তিনি এসবকথা বলেন।

অসীম কুমার উকিল আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য সামগ্রী রয়েছে। তবে ক্ষতিগ্রস্থ মানুষের খাদ্য সহায়তা নিয়ে যাতে কোন অনিয়ম দূর্নীতি না হয় সে দিকে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবিক সহায়তা প্রদানকালে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর চৌধুরী ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকার প্রমুখ।

(এসবি/এসপি/জুলাই ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test