E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু, পুলিশ-ব্যাংকারসহ নতুন আক্রান্ত ৪২  

২০২০ জুলাই ২৭ ২৩:৫১:৩৭
দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু, পুলিশ-ব্যাংকারসহ নতুন আক্রান্ত ৪২  

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে করোনয় আরও একজনের মৃত্যু হয়েছে।এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাড়ালো ৩৪ জনে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ৩ চিকিৎসক, দু’ব্যাংকার এবং এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৪২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাড়ালো ১৪৭৯ জন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছে,৮৮২ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানিয়েছেন,করোনা আক্রান্ত হয়ে জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম মো.ফজলুর রহমান (৭০)। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার আমবাড়ি এলাকায়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ১৬২টি নমুনা পরীক্ষা করা হলে ৪২ টি রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই তত্ত্বাবধায়ক ডা.মো.ইমামুদ্দিন (৫৬).কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত (৩৩),শহরের মুন্সিপাড়া এলাকার ডা.মো.আসাদুজ্জামান (২৮),সোনালী ব্যাংক-বিরামপুর শাখার স্টাফ শাকিল মিয়া (৩৪), কৃষি উউন্নয়ন ব্যাংক-বিরামপুর শাখার স্টাফ আবু হাসনাত (২৬) ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্যকর্মী পারুল বেগম (৪১)সহ আজ ৪২জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১২জন, বিরামপুরে ১২ জন, পার্বতীপুরে ৪ জন, হাকিমপুরে ৪ জন, কাহারোলে ৩ জন, ফুলবাড়ীতে একজন, বিরলে একজন এবং বীরগঞ্জে একজন রয়েছে।

(এস/এসপি/জুলাই ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test