E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রনোদনার চেক হস্তান্তর

২০২০ জুলাই ৩০ ১৬:৩৪:২৯
কলাপাড়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রনোদনার চেক হস্তান্তর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষক-কর্মচারীকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তরে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক হস্তান্তর করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু প্রমুখ।

কলাপাড়ায় নয়টি নন এমপিও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে দুই লাখ পয়ষট্রি হাজার টাকা ও ১৮ কর্মচারীকে ২৫’শ টাকা করে ৪৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।

এর আগে সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান কৃষি বিভাগের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রনোদনার “পারিবারিক কৃষির আওতায় সবজির পুষ্টি বাগান” স্থাপনের লক্ষ্যে কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৪৪৮ পরিবারকে নয় ধরনের সবজির বীজ ও প্রতি পরিবারকে ১৯৩৫ টাকা হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব উপস্থিত ছিলেন।

(এমকেআর/এসপি/জুলাই ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test