E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে সরকারী কর্মকর্তাকে মারপিট মামলার এক আসামি গ্রেফতার

২০২০ জুলাই ৩১ ১৭:০৮:১৫
রাণীশংকৈলে সরকারী কর্মকর্তাকে মারপিট মামলার এক আসামি গ্রেফতার

রাণীশংকৈল প্রতিনিধি : সরকারী কর্মকর্তাকে মারপিটের মামলা দায়েরের ৭২ ঘন্টা অতিবাহিত হলেও আসামী আটক না হওয়ার প্রতিবাদে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীরা প্রতিকী প্রতিবাদ ও ইউএনওকে স্মারকলিপি দেওয়ার পরের দিন। ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কৃষ্ণ রায়কে মারপিট দেওয়ার ঘটনার। মামলায় একজন আসামীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামী পৌর শহরের আবুল কালামের ছেলে লেমন হোসেনকে(২৫) উপজেলার হোসেনগাঁও ইউপির হাটগাঁও রাণীদিঘী এলাকার শাসক দলের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মালেক।

এর আগে গত সোমবার (২৭ জুলাই) পৌর শহরের বন্দরস্থ চৌরাস্তা মোড়ে সড়কে সাইড নেওয়াকে কেন্দ্র করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে অতর্কিতভাবে চড় থাপ্পর ও মারপিট করে। ভান্ডারা গ্রামের মৃত আম্বর হাজ্বীর ছেলে ফারুক হোসেন (৩০) ও আবুল কালামের ছেলে লেমন হোসেন (২৫)।

এ ঘটনায় ঐ দিন রাতেই থানায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাদী হয়ে এই যুবকদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের ৭২ ঘন্টা অতিবাহিত হলেও আসামীদের পুলিশ আটক করতে না পারার প্রতিবাদে । গত বৃহস্পতিবার উপজেলার সকল চাকুরীজীবিরা পরিষদের মুল চত্বরে “পুলিশ প্রশাসন নিরব কেন জবাব চাই’ দিতে হবে’ সন্ত্রাসী ফারুক ও লেমনের দ্রুত বিচার চাই” রাণীশংকৈলে সুষ্ঠু কর্ম পরিবেশ চাই ইত্যাদি লেখা ফেষ্টুন নিয়ে দাড়িয়ে প্রতিবাদ জানান ।

পরে দ্রুত আসামী আটকের দাবী জানিয়ে ইউএনওকে স্মারকলিপি দেন। তবে প্রথম আসামী ফারুককে আটক করতে না পারলেও অন্য একটি মামলায় ওযারেন্ট থাকায় তার বড় ভাই নুর আলমকে তাদের বন্দরস্থ বাসা থেকে আটকের কথা নিশ্চিত করেন এস আই আব্দুল মালেক।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, আটক লেমন ও ফারুকের বড় ভাই নুর আলমকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ৩১, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test